ঘোষণা
মেলায় ঘুরতে এসে হারিয়ে যাওয়া-
কিশোর আমি।
কুমকুম আপা খুঁজে ফেরে জনে জনে,
আমিও আপাকে খুঁজি আর কাঁদি!
একটি মাটির ব্যাংক ডান হাতে,
বাম হাতে একটি মাটির ঘোড়া।
কথা ছিল,
ব্যাংকটিতে পয়সা জমিয়ে,
ঘোড়াটিতে চড়ে-
টগবগিয়ে আনতে যাব রাজকন্যা!
আমাকে খুঁজতে কেন
মাইকে হয় না নিখোঁজ ঘোষণা?