বাবা-মায়ের মন ও মানসিকতায় বিরাজ করছে বাংলাদেশি সংস্কৃতি। অপরদিকে ইউরোপে জন্ম নেওয়া সত্মানেরা প্রতিনিয়ত উঠাবসা করছে বিদেশি সংস্কৃতিতে। দুই সংস্কৃতির প্রভাবে মারিয়ানার সহজ-জীবন কীভাবে আস্তে আস্তে নরকে পরিণত হলো, তারই বর্ণনা রয়েছে এই উপন্যাসে। রয়েছে সংসারের প্রতি বিতৃষ্ণা আসা মুরাদের দ্বিতীয় বিয়ে ও সায়রা আলোর নির্মম জীবনের বর্ণনা।