বৃদ্ধ বয়সের মানুষের চাওয়াও আর দশটা মানুষের মতোই এক। আমি মৃত্যু দেখেছি নিরবে, আমি মৃত্যু দেখেছি গড়িয়ে পড়া চেখের জলে। আমি অনুভব করেছি হাহাকার আর বেঁচে থাকার আহাজারি। দু’হাত বাড়িয়ে যে মানুষগুলো চেয়েছে একটু ছোঁয়া, একটু ভালোবাসা, একটু সময়… বইটিতে আমি চেষ্টা করেছি কিছু মূহুর্তের অনুভূতি তুলে ধরতে। কিছু অনুভ‚তি থাকে যা আমরা অনেক সময় মূল্যায়ন করি না বা করিনি। আর সেই সামান্য সময় টুকুই একজন নিঃসঙ্গ মানুষের জন্য কতটা প্রয়োজন! আমি ছোট ছোট অনুভূতির শেষে নিজেকে প্রশ্ন করেছি। সব প্রশ্নের উত্তর রয়েছে আপনাদের কাছে।
আশাকরি বইটি আপনাদের ভালো লাগবে