আবু বকর সিদ্দিক, উমার বিন খাত্তাব, উসমান বিন আফফান ও আলী বিন আবি তালিব (রাযিয়াল্লাহু তা’আলা আনহুম) এর অর্থাৎ ‘চার খলীফার জীবনী’। জীবনে তো জীবনী পাঠ করেছেন। হয়েছে কি এই চার জন সম্মানিত সাহাবার জীবনী পাঠ? না হয়ে থাকলে পড়ে ফেলুন ‘চার খলীফার জীবনী’।