অবিচল আস্থা আর নিষ্ঠা তোমাতেই
তোমার আশ্রয় ছাড়া কোনো আশা নেই
ঋদ্ধ করো জীবন স্তর তোমার সাহায্যেই
প্রাচুর্য বা নিঃস্বতায় শান্তির প্রপাত।
উপকারী জ্ঞান দাও স্মরণকারী মন
কবুলযোগ্য কাজ করে কাটুক জীবন
তওবা – ক্ষমা সিক্ত হোক উত্তম মরণ
সহজ হিসাব হোক, সহজ নাজাত।