—ঘৃনা হচ্ছে আমার প্রতি? দুটো ভিন্ন ধর্মের সংমিশ্রনে এক জগাখিচুরি আমি। একসময়কার সদর ঘাটের কুলি! লোকের বাড়ির ঠিকে কাজের ছেলে! —আপনার এ দুদিনের কথা আর আজকের কথা মিলছে না। গলাতে স্পষ্ট অপরাধবোধ! কিন্তু আপনি তো কোনো অপরাধ করেননি! —জানেন তো মিস শিমু পৃথিবীর সব মানুষেরই কিছুনা কিছু ল্যাকিংস থাকে। দুর্বলতা থাকে, যা সে চেপে রাখতে চায়। যখন তার সেই দুর্বলতা কোনো বিশেষ কারো কাছে খোলাসা হয়ে যায় ঐ বিশেষ মানুষটার সামনে সে দৃঢ় গলায় কথা বলতে পারে না। আমিও পারছি না।