যাকে নিয়ে আমার দিনকাল সূচনা সে মানুষটি আর আমাদের মাঝে নেই, অনেকইতো নেই, স্মৃতির মণিকোঠা থেকে একে একে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হয়তো তার সেই মুখখানাও একদিন হারিয়ে যাবে আমার স্মৃতির অতল গহ্বর থেকে। হারিয়ে যাবার আগে অন্তত তাকে নিয়ে স্মৃতির পাতা থেকে কিছু স্বরণীয় মুহূর্ত হাতরে দেখার চেষ্টা করা যাক। আমি হারানোর আগে সে একজন কে অন্তত মনে রাখুক সবাই।