স্মৃতির—পটে জেগে ওঠে মাঘের এক রাত কবেকারÑ নদীর জলে ডিঙি ছোটে, আমি শুয়ে আছি বুকে তার। শুয়ে দেখছি পূর্ণিমার চাঁদ, তারারা টিমটিম জ্বলছে— গুনছি ঢেউয়ের অবসাদ, ডিঙিটি ধীরে ধীরে চলছে। রুপালি জলের বুক চিরে জাহাজ গন্তব্যে ফিরে যায়Ñ কাঁপা জলে চাঁদনীর ভিড়ে, মনও আসে যেন ঘিরে তায়।