কবিতা লিখি, লিখতে ভালো লাগে তাই। মনের আনন্দেই আমার সকল লেখা। কবিতা আদৌ হয় কিনা সেটা তর্কসাপেক্ষ। কবিতা হলেও তার মান উৎকর্ষের মাপকাঠিতে কতটুকু উৎরে যায়, তা নিয়ে আমার নিজেরই ঘোর সংশয় আছে। আমার সকল চেনামুখ, আত্মীয় পরিজন, যারা কাছাকাছি থাকেন, নিরন্তর উৎসাহ দিয়ে যান, এটা তুচ্ছ করার বিষয় নয়। শুধু এই কারণেই লিখে যাই একটি একটি করে কবিতা, পর্যায়ক্রমে। আমার মনের ভাবনাগুলো অনেক আগে থেকেই যেভাবে লিখে এসেছি, বই আকারে ধারাবাহিক ভাবে প্রকাশ করে আসছি। বিগত বছরের মতো এবার আমার চতুর্থ কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে বলে পুলক অনুভূত হচ্ছে। কবি রহমান হাবিব