‘শমন শেকল ডানা’ লেখা হয়েছিলো ২০০৮ সালে। তার আগের দুবছর ধরে এই জনপদে চেপে বসেছিলো তত্বাবধায়কের নামে মুলতঃ সেই পুরনো সামরিক শাসন। অনির্বাচিত সুবিধাবাদী লোকজন, ধর্মান্ধ গোষ্ঠী আর কর্পোরেট বণিকেরা সঙ্গী হয়েছিলো এই অবৈধ শাসনের। সাধারণ নাগরিকের অপমান, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ভূমিপুত্রদের উচ্ছেদ করে বানিজ্য বিস্তার হয়ে উঠেছিলো ট্রেডমার্ক।
এটি প্রকাশিত হয়েছিলো ২০০৯ সালের বইমেলায়। উপন্যাসের বদলে বলেছিলাম পলিটিক্যাল ডকু ফিকশন। এখনো তাই বলছি। গল্প/ উপন্যাস নয় বরং আমি ঐ সময়কে আঁকতে চেয়েছিলাম বাক্যের বিন্যাসে।
একযুগ পর প্রকাশিত হলো আবারো, একই নামে। সাথে যুক্ত হলো আরো সাতটি লেখা। এগুলোও ঐ সময়েরই। ফিকশনের কাঠামোতে সবগুলোই মুলতঃ ব্যক্তি মানুষের সংবেদনশীলতা। এর মধ্যে দুটিতে আছে রাজনীতির ইঙ্গিত। ফিকশন, নন ফিকশন, সংবেদন, রাজনীতি- সবই তো মানুষ এবং মানুষ সংক্রান্ত।
আমি একটি সময় এবং ঐ সময়ের মানুষকে লিখতে চেয়েছিলাম।