এটা নির্ভরতা বলে চালিয়ে দিলে হয় না। জীবনের ধর্ম হচ্ছে, ভালােবাসা। মানে, বন্ধনে জড়িয়ে এগিয়ে চলা। এটাও মানছি, সবার জীবন এমন হবে না। এমন হতেই হবে, এটাও বাধ্যবাধকতা নয় বা এমন নিয়ম নেই। একজন মানুষ নিজেকে নিয়েই কাটিয়ে দিতে পারে পুরাে জীবন; কিন্তু আমাদের সমাজটা এমন মানুষের জন্য প্রস্তুত নয়। ঐ মানুষটাকে তাই সমাজের সঙ্গে সমঝােতা করে চলতে হয়। মনের সঙ্গে আপােস করতে হয়।