১৯৩৫ সালের মাঝামাঝি সময়। পুরোনো বন্ধুর খোঁজ নিতে গিয়ে ভয়ানক এক বিপদের আভাস পেলেন ডিউক দ্য রিচলু আর রেক্স ভ্যান রাইন। শয়তানের উপাসকদের খপ্পরে পড়েছে তাদের প্রিয় বন্ধু সায়মন অ্যারন। বন্ধুকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন দুজনে, কিন্তু যতটা সহজ হবে বলে মনে করেছিলেন ব্যাপারটা তত সহজ নয়। নারকীয় এক পরিকল্পনার নিষ্পাপ বলি হতে যাচ্ছে সায়মন। দেবতা সেটের কবচ খুঁজছে শয়তান সাধক মোকাটা, ওটা হাতে পেলেই নরকের দরজা খুলে ডেকে আনবে কেয়ামতের চার অশ্বারোহীকে, আর তার মধ্য দিয়ে পৃথিবীতে নেমে আসবে আরেকটা ভয়াবহ যুদ্ধ।