ইনিসীর কবিতায় নারী কিছুতেই নাজুক নয়; অন্তত লাগাতার তো নয়ই। তাঁর কবিতার নারীসত্তা সংবেদময়ের পাশাপাশি, গাঢ় আর বলিষ্ঠ। এমনকি দরকষাকষির শক্তিমত্তা নিয়ে হাজির হয়। সেটা আরো বিশেষ দরকষাকষিটা শরীরী সান্নিধ্য কামনার সময়েও বিস্মৃত হয় না; বরং তখনই সবথেকে জোরালোভাবে প্রকাশিত।