শেখ মুজিবুর রহমান আমার কৈশোর জীবনের এক উন্মাদনার নাম। কী এক অবিস্মরণীয় বিরল ব্যতিক্রমী আকর্ষণীয় ব্যক্তিত্ব তিনি! যার ১৯৭১ সালের ৭ই মার্চে গর্জে ওঠা ভাষণ, সে সময়ে আমাদের শিশু-কিশোরদের মনেও দেশপ্রেমের আলোড়ন সৃষ্টি করে! ‘আমার কৈশোর স্মৃতি ও বঙ্গবন্ধু’ বইটি মূলত বঙ্গবন্ধুর প্রতি আমার সেই কৈশোরকালের হৃদয় নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ। দৃশ্যত বইটিতে বঙ্গবন্ধুর উপর দুটি লেখা সন্নিবেশিত হয়েছে। কিন্তু বাস্তবে আমি নিজে নিজের মতো করে বঙ্গবন্ধুকে যেভাবে বুঝেছি, তারই প্রকাশ ঘটানোর চেষ্টা করা হয়েছে এই বইয়ের প্রতিটি লেখায়। এ কারণে মুজিব জন্মশতবর্ষে প্রকাশিত এ বইটি আমার নিজের কাছে অনেক আবেগের এবং একইসাথে গর্বের। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক, সাহিত্যিক ও ইতিহাসবিদ জনাব হোসেনউদ্দীন হোসেন বইটির ভূমিকা লিখে বইটিকে সমৃদ্ধ করেছেন বলে আমার বিশ্বাস। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। শিক্ষা ব্যবস্থাপক, কবি ও গবেষক ড. সাঈফ ফাতেউর রহমান আমার লেখার ক্ষেত্রে সব সময় অভিভাবকের দায়িত্ব পালন করে থাকেন।