কী ভাগ্যবিড়ম্বিত জীবন দীপ ও শিখার! অথচ দুজন দুজনকে অনেক বিশ্বাস করত। যে ভালোবাসায় বিশ্বাসের গভীরতা বেশি, সেখানে অভিমানের জ্বালাও থাকে বেশি। আর সেই অভিমান দূরত্বটাকে আরো বাড়িয়ে তোলে।
তাই তো আজ তারা কাছে থেকেও দূরে। এ দূরত্ব কেবল অভিমানের নয়, দূরত্ব সম্পর্কের, যা সমাজ কর্তৃক সৃষ্ট। কিন্তু মন? মন না মানে শাসন, না শোনে বারণ। তবুও সমাজের দূরত্বটাই স্বীকৃতি পায়, প্রতিষ্ঠা পায়। মনের সম্পর্ক একসময় অভিমান আর অনাদরে ঝরে পড়ে।