কিছু কথা
সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রেম-ভালোবাসা, কিছু পাওয়া-না পাওয়া নিয়েই আমাদের জীবন। আমাদের এ জীবন দর্শনকে ভাবনার ফ্রেমে বাধার প্রয়াস করেছি মাত্র। ক্ষুদ্র এ আয়োজন ‘নারী’ কাব্যগ্রন্থটি যদি পাঠক হৃদয়ে এতোটুকু স্থান পায়, তবে সেই হবে পরম পাওয়া। আমার শ্রমবিন্যাস হবে স্বার্থক।