“সত্যি যেদিন হারিয়ে যাব, বুঝবি না
তুইও সেদিন ভুলেও আমায় খুঁজবি না
বুকের মাঝে কষ্টগুলো জমবে রোজ
বুঝবি তখন আপন কেউই নেয় না খোঁজ!”
…
“সত্যি যেদিন হারিয়ে যাব, বলব না
শ্যামল ছায়ায় তোর সাথে পথ চলব না
চোখের কোণে বিষণ্ণ রাত নিঃস্ব ভোর
অভিমানের কান্না বুকে থাকবে তোর!”
কবিও একদিন হারিয়ে যাবেন, এই নশ্বর পৃথিবীতে তার অস্তিত্ব বিলীন হবে একদিন। সেদিন তার প্রিয়জন আর তাকে মনে রাখবে না। তবে হয়তো কখনো কখনো বুকের মধ্যে কষ্টের শিথানে কবির উপস্থিতি স্পষ্ট হবে তার। কবি সঞ্জয় মুখার্জ্জীর কাব্যগ্রন্থ ‘ফিরে গেছে কৃষ্ণচূড়া দিন’-এ কবি হৃদয়ের এমনই অনুভূতি প্রকাশিত হয়েছে ছত্রে-ছত্রে। কবিতাগুলো পড়তে গিয়ে অবচেতনেই কবির ইচ্ছে, স্বপ্ন, আক্ষেপের সাথে পাঠক একই মোহনায় মিলিত হবেন মনে হয়। এই গ্রন্থের কবিতাগুলো সুপাঠ্য। বহুল প্রচার প্রত্যাশা করা যেতেই পারে।
-প্রকাশক