মধুসূদন থেকে এই মুহূর্ত পর্যন্ত আধুনিক বাংলা কবিতার ব্যতিক্রমী এই সংকলনে ধরা পড়েছে কাব্যপ্রবাহের ধারাবাহিকতা ও বিবর্তন । আধুনিক যুগের কবিতা বলতে আমরা জেনেছি, একটি কালসীমা মাত্র নয় ; বিশেষ কতকগুলি মনোভঙ্গি, যা রাষ্ট্র ও সমাজ – কাঠামোর পরিবর্তনের মধ্য দিয়ে উদ্ভূত ।