চারপাশে ছড়িয়ে গেছে করোনা। ভয়াবহ এই জীবাণু দখল করে নিয়েছে গোটা বিশ্ব। আমরা জানিনা প্রাকৃতিক কিংবা ভয়াবহ কোন চক্রান্তে এই ভাইরাস ছড়িয়ে গেছে কিনা। জানি না আসলে চীন করোনা ভাইরাসের উদ্ভাবক ছিল কিনা। কিন্তু জানতে হবে…টেলিপোর্টেশন সফল করে মিরপুর থেকে লাসভেগাস চলে এলো অভি। কিন্তু একি শুনছে ও? কি বলছে ওকে বিল গেটস? করোনা ভাইরাস নাকি তার সৃষ্টি? তারই সৃষ্টি নাকি এ্যান্টিভাইরাসও? পেছনে লেগে গেছে ভয়ঙ্কর কিছু দানবীয় শক্তি। Wear a mask, out of the gates, mark the point গোপন সেই কোডে চলছে পৃথিবী। এই ভয়ানক ক্ষমতার সাথে পারবে কি ওরা? পারবে কি ওরা লিয়েনারের পরিবারকে বাঁচাতে? শয়তানের হাতে এ্যান্টিভাইরাস তুলে না দিয়েই কী পালিয়ে আসতে পারবে ওরা সিংহের গুহা থেকে? অদ্ভুত সব বৈজ্ঞানীক থিওরি সত্যি হতে চলেছে…কম্পিউটারের সংকেত থেকে সৃষ্টি হচ্ছে সুন্দরী মেয়ে মানুষ!!