লোকে বলে নারীর একই অঙ্গে অনেক রুপ। নারী বহুরূপী সবার উপর হয় ভারী। মেয়েরা প্রয়োজনে কখনো স্বার্থপর কখনো নিঃস্বার্থ, কখনো ছলনাময়ী তো কখনো মমতাময়ী, কখনো ডাইনী তো কখনো মায়াবতী। মেয়েরাই পারে পরকে আপন করতে। আপনজন আর ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখতে তারা সব ত্যাগ করতে পারে। তাই বলে নিজের অধিকার, নিজের ঘর কি ছেড়ে দিতে পারে? পারে কি নিজের মনের অদম্য বাসনাকে জলাঞ্জলি দিতে? কেউ কেউ পারে হয়তো। তাই তো তারা হয় অনসূয়া।