ফ্ল্যাপের লেখা:
ইউরোপের দেশ ডেনমার্ক ও পার্শ্ববর্তী দেশে চার মাসের শিক্ষা সফরের ওপর ভিত্তি করে লেখকের সরস ভ্রমণগদ্য ‘ডেনমার্ক সফরনামা’। একই সঙ্গে এটি তাদের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক, রাজনৈতিক, প্রশাসনিক, শিক্ষাব্যবস্থা ও কৃষি ব্যবস্থাপনার ওপর একটি পর্যবেক্ষণমূলক রচনা। বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের সাথে উন্নত বিশ্বের অবস্থানগত এবং আচরণগত উল্লেখযোগ্য পার্থক্য এই পর্যবেক্ষণে ফুটে উঠেছে, যার অনেক কিছুই আমাদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত। আমাদের দেশকে উন্নত বিশ্বের কাতারে উন্নীত করার ক্ষেত্রে নাগরিক সমাজের আচরণগত পরিশীলনে এই পর্যবেক্ষণগুলো ভূমিকা রাখতে পারে বলে আমাদের বিশ্বাস। পাশাপাশি একটি উপভোগ্য ও তথ্যসমৃদ্ধ ভ্রমণকাহিনি হিসেবেও বইটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।