বর্ণহীন এক ধূসর সময়। স্থান থেকে স্থানে মুখোশ পরে হাঁটে অন্ধকার। মুস্তফার মতো গাঢ় অন্ধকারে যেন পতিত হচ্ছে স্বদেশ। যুদ্ধ পরবর্তী এক অস্থির সময়ে ব্যক্তি মুস্তফার খাপ না খাওয়ার গল্প পিতা বনাম পুত্র।খটখটে গদ্য ভাষার ভেতর দিয়ে উঠে এসেছে বাংলািদেশ সাবালক হয়ে ওঠার এক মহাকাব্যিক বয়ান। শাশীম জুলেখা, আলমগীররাও যেন নতুন বাস্তবতার ইঙ্গিত দেয় পাঠককে।