স্বনির্বাচিত কবিতা

৳ 700.00

লেখক আসাদ মান্নান
প্রকাশক পাঞ্জেরী পাবলিকেশন্স
আইএসবিএন
(ISBN)
9789846344714
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৩০০
সংস্কার 1st published 2022
দেশ বাংলাদেশ

কেউ কেউ কবি হয়ে ওঠেন; কিন্তু এই কবি যেন কবি হয়েই জন্ম নিয়েছেন। তাঁর আছে এক নিজস্ব পৃথিবী। এ পৃথিবী কবির স্বনির্মিত। মাকড়সা যেভাবে জাল বােনে, সেভাবেই শব্দের আশ্চর্য কুহক দিয়ে তিনি তৈরি করেছেন এ পৃথিবী। বাস্তব পৃথিবী- যেখানে তিনি জন্মেছেনবেড়ে উঠেছেন তার থেকে এ পৃথিবী সম্পূর্ণ আলাদা। দ্বীপের সন্তান তিনি। একখণ্ড নির্বিরােধ মাটিকে ঘিরে সদাগৰ্জমান সমুদ্রের ক্রোধ কতটা ভয়ংকর হতে পারে তা তিনি দেখেছেন। দেখেছেন একাত্তর ও পঁচাত্তরের মানবসৃষ্ট বিভীষিকা। পৃথিবী নামক নাজুক দ্বীপটিকে ঘিরে সমুদ্রের এই ভয়াল গর্জনের বিপরীতে তাঁর নির্মিত শব্দবিশ্বটি শিবের তৃতীয় নেত্রের মতাে স্বমহিমায় জ্বলতে থাকে আশ্চর্য এক বৈরাগ্য নিয়ে। এক অর্থে জীবনানন্দ দাশের মতাে আসাদ মান্নানও এক ঘােরগ্রস্ত কবি। জাত এক হলেও উভয়ের অন্বিষ্ট ভিন্ন। জীবনানন্দের ব্রহ্ম যদি হয় বােধ, তবে এ কবির ব্রহ্ম হলেন শব্দ। মায়াবী শব্দের মদিরা আকণ্ঠ পান করে যারা। আনন্দ-কল্পনার কৈলাশে আরােহণ করতে চান। তাঁদের স্বাগত জানাই আসাদ মান্নানের কবিতাভুবনে- যিনি কবি, শুধুই কবি ।

সত্তর দশকের অন্যতম প্রধান কবি আসাদ মান্নান। মূল নাম : আবদুল মান্নান। জন্ম ৩ নভেম্বর ১৯৫৭ সালে চট্রগ্রামের সন্দ্বীপে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলাসাহিত্যে বিএ অনার্স, এমএ করেছেন। ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন স্কুল-কলেজে শিক্ষকতা দিয়ে। পরে রাজশাহী বিভাগীয় কমিশনার, তথ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (২০১৪-২০১৬), সরকারের সচিব হিসেবে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য পদে কর্মরত ছিলেন। সবশেষে সচিব হিসেবে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য পদে দায়িত্ব পালনের পর সিভিল সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন ২০১৭ সালের নভেম্বর মাসের ২ তারিখে। বর্তমানে তিনি একটি সাংবিধানিক পদে বাংলাদেশ পাবিলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে বিগত ২৪ জুন ২০১৮ তারিখ থেকে কর্মরত আছেন। ১৯৭৭ ও ১৯৭৮ সালে পরপর দুবার তিনি দেশের শ্রেষ্ঠ তরুণ কবি হিসেবে স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সাহিত্য পরিষদ পুরস্কার লাভ করেন। এছাড়াও তার উল্লেখযোগ্য সম্মাননা ও স্বীকৃতির মধ্যে রয়েছে: জীবনানন্দ দাশ পুরস্কার-২০০৮, কবিকুঞ্জ পদক-২০১১, কবিতালাপ সম্মাননা ও পদক–২০১৩, কর্ণফুলী সাহিত্য পদক; রাজশাহী সাহিত্য পরিষদ পদক ও সম্মাননা; পুনশ্চ পদক; মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ সাহিত্য পুরস্কার খড়িমাটি সন্মাননা ইত্যাদি। ১৯৭৩ সাল থেকে লেখালেখির জগতে আত্মপ্রকাশ। প্রথম উল্লেখযোগ্য কবিতা ‘সহসা আগুন জ¦লে যমুনার জলে’ রচনা কাল ১৬ আগস্ট ১৯৭৬। প্রথম সম্পন্ন কবিতা লিখেন ১৯৭৬ সালে আগস্ট মাসে। কবিতার নাম–‘সবুজ রমণী এক দুঃখিনী বাংলা’। মৌলিক রচনার পাশাপাশি অনুবাদও করেছেন। উল্লেখযোগ্য প্রকাশিত কাব্যগ্রন্থ : সুন্দর দক্ষিণে থাকে, সূর্যাস্তের উল্টোদিকে, সৈয়দ বংশের ফুল,দ্বিতীয় জন্মের দিকে, ভালোবাসা আগুনের নদী, তোমার কীর্তন, যে-পারে পার নেই সে-পারে ফিরবে নদী, হে অন্ধ জলের রাজা, নির্বাচিত কবিতা, প্রেমের কবিতা ইত্যাদি। বাংলাদেশের রাজনীতি এবং সামাজিক আন্দোলনের তাঁর কবিতা অগ্রণী ভুমিকা পালন করে আসছে।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ