ব্যাসদেবের মহাভারতের নায়িকা পদ্মপলাশাক্ষী দ্রৌপদী। তার সারা অঙ্গে নীল উৎপলের সৌরভ। তিনি রন্ধনপটু, সাজসজ্জায় পারঙ্গমা, শাস্ত্রজ্ঞ ও যুদ্ধবিদ্যায় নিপুণা। যজ্ঞ বেদী থেকে উত্থিতা মেয়েটিকে দেখে হতবাক হয়ে সবাই বলে উঠেছিল- দেদীপ্যমানাগ্নিশিখেব নক্তম। স্বভাবে তার দ্রোহের ছোঁয়া। পতিপরায়ণা নারীর মতো নির্বিবাদে সব কিছু তিনি মেনে নেন না। অগ্নিউজ্জ্বলা এই নারী ‘আমি দ্রৌপদী’- গ্রন্থটি মানস কন্যা।