আমি কি তোমার কোথাও একটু
কোন দিন থেকে যাবো?
কিঞ্চিৎ কোন ছাপ হয়ে কি কোথাও জায়গা পাবো?
নাকি মুছে যাবো বিস্মৃত কোনো
শীতের সন্ধ্যা হয়ে, সময়ের স্রোতে নীরবে অলখে চিরতরে মুছে ধুয়ে।
আমি মুছে যাই, বিস্মৃত হই,
তবুও তোমার কাছে,
সুসময় এসে ভিড় করে থাক
সীমাহীন উচ্ছ্বাসে।
মনে রাখবার দায় নেই জেনো
রাখতেও হবে নাকো,
তীর খুঁজে পাক আরেকটি তীর হলাম না হয় সাঁকো।