এত জল কেন? এত জল এ জন্য যে, এর চেয়ে এক বিন্দু জল কম হলে পৃথিবীতে প্রাণের উদ্ভবই হতো না; পৃথিবীপৃষ্ঠ খুব তপ্ত থাকত। পৃথিবীপৃষ্ঠে এখন যে জীবজগৎকে দেখি, তার বিনাশ হতো। মানবসমাজের সঙ্গে কবিদের সম্পর্কটা হচ্ছে সেই জলের মতো। জল ছাড়া পৃথিবী আর কবি ছাড়া মানবসমাজ অকল্পনীয়। তাই মানবসমাজ বিকাশের ইতিহাসে কবিদের গুরুত্বপূর্ণ একটা ভ‚মিকা রয়েছে। আমি কবিদের সেই ভ‚মিকাকে সম্মানের সঙ্গে, ভালোবাসার সঙ্গে এবং কৃতজ্ঞতার সঙ্গে বিবেচনা করি। নতুন কবিদের স্বাগত জানাতে আমি তাই আমার অন্তরে কোনো কার্পণ্য রাখি না। বাংলাদেশ কবি ও কবিতার দেশ। একুশের বইমেলাকে সামনে রেখে বহু নতুন কবির জন্ম হয়। কবিতার বই-ই সবচেয়ে বেশি প্রকাশিত হয়। আমি নতুন কবিদের স্বাগত জানাই। তরুণ কবি আয়শা জাহান নূপুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে এবারের বইমেলায়। ওর কাব্যগ্রন্থের নামটি খুব সুন্দর ‘জারুল ফুলের দিনগুলোতে প্রেম’। আমি খুব ছোটবেলা থেকেই আমাদের গ্রামের নদীর ধারে প্রচুর জারুল ফুল ফুটতে দেখেছি। এই ফুল আমার কবিতায় আসা উচিত ছিল। যাক, নূপুরের কবিতায় তো এসেছে; একেবারে কাব্যগ্রন্থের নাম হয়ে।