‘কবিতায় এপার ওপার’ অসাধারণ এক যাত্রা। এইযাত্রায় সঙ্গী হয়েছেন দুই বাংলার স্বপ্নবান, সৃষ্টিশীল অসংখ্য তরুণ তরুণীরা। তাদের লেখায়, শব্দ-বাক্য, কথকতায় জেগে উঠেছে বুকের গহীন কোণ। যেখানে সযতেœ সঞ্চিত ছিল গভীরতম মানবিক অনুভব, আখ্যান। সেইসব আখ্যান কবিতায় ভাস্বর হয়ে উঠেছে। ছুঁয়ে গেছে একই ভাষায়, ভালোবাসায় ভাবা, কথা বলা মানুষের মন। এই যাত্রা অব্যাহত থাকুক। সাদেক সরওয়ারের দুরন্ত এই প্রচেষ্টা ছড়িয়ে পড়–ক দূর বহুদূরে, সকলের কাছে, যেখানে বাঙালি আছে।
এই স্বপ্নের সারথি হোক আগামীর স্বপ্নবাহকেরা। শুভকামনা কবিতায় এপার ওপার।