আমার নিজের কবিতা সম্পর্কে বিশেষ করে বলার কিছু নেই দুটি কারণে, প্রথমতঃ কবিতা যিনি লেখেন তার কাছে তার নিজের কবিতা হয় সন্তানের মত এক ধরনের অনাবিল ভালোবাসার সম্পর্ক থাকে নিজের কবিতাকে নিয়ে, কাজেই যেখানে বস্তুনিষ্ঠভাবে কিছু বলা মুশকিল। আর দ্বিতীয় কারণ হচ্ছে কবিতার ব্যাখ্যা যদি কবি নিজেই দিয়ে ফেলেন, তাহলে সেটা হয়ে যাবে গদ্য; কবিতা হারাবে পাঠকের কাছে তার অন্তর্নিহিত পরিচিতি। আমি কবিতাকে একটি শিল্প হিসেবে দেখি এবং সেই শিল্পকে অনুভব করার অধিকার কেবলমাত্র পাঠকের।