আক্ষেপ করা হয়ে থাকে যে কবিরা কবিতা বিষয়ক প্রবন্ধ লিখেনা বা লিখলেও কম লিখেন, অথচ কবিদের চেয়ে কবিতার ভালো সমঝদার কে হতে পারেন? যিনি কবি তিনি সহজেই অপর কবির বৈশিষ্ট্যপূর্ণ রচনার মর্মমূলে যেতে পারেন। সমালোচক হয়তো কাঠামো, অলঙ্কার ও তত্ত্ব নিয়ে আলোকপাত করতে পারেন, কিন্তু কামরুল হাসানের প্রবন্ধগুলো পাঠে সেই প্রতীতি সুদৃঢ় হয়। আশা করি বিদগ্ধ পাঠক এ গ্রন্থ পাঠে একজন কবির চোখে দেখা বাংলা কবিতার বিভিন্ন অন্দরমহল খুঁজে পাবেন।