‘মেঘনা, তেতুলিয়া, কালাবদর, বিঘাই আর কীর্ত্তনখোলা পেরিয়ে/ অবিশ্রান্ত ডানায় ঝড় তুলে, অগণন প্রশ্নের প্রহেলিকা ডিঙিয়ে,’ যাওয়ার উন্মোচন।
তবুও…!!! কবি শারমীন বীথি’র কবিতায় আমাদের পলিশ করা সভ্যতা যে অন্তর্বাসের আড়ালে কেবল অসভ্যতার গাঁদ ও ক্বাথ বয়ে যাচ্ছে তার বিপরীতেই তার অবস্থান। স্বকীয় সত্তার বিনির্মাণে অন্যের তুলির আঁচড়কে দুমড়ে-মুচড়ে গেয়ে যায় জীবনের গান। কবিতার পরতে পরতে মানবিক ব্যাকুলতা। আর সে কারণেই তার আত্মক্ষরণের জ্বালায় এতো ঘৃণা, অবিশ্বাস, নৈরাজ্য আর দ্রোহের স্তবক নির্দিষ্ট হয়ে একেকটি কবিতা রচিত হয়েছে। তাই, আমাদের বিশাল ব্যদিত সময়ের মুখ থেকে কবি শারমীন বীথি কবিতার মাধ্যমে যে মুক্তির দায় বয়ে চলেছেন, সেই ভার যেন পাঠক হিসেবে আমাদের ওপরেও বর্তায়…।