‘অনির্ণেয়’ গল্পগ্রন্থের ছোটগল্পগুলোতে লেখক হাসান মাহমুদ হক বাস্তবতার চেয়ে বেশি কিছুর ছবি এঁকেছেন। সরল কিংবা জটিল রকমের আপাত অনির্ণেয় সত্য কিংবা প্রশ্নের মুখোমুখি হয়েছেন অত্যন্ত নির্মোহ এবং সাবলীল ভঙ্গিতে। তিনি শুধু বর্ণহীনভাবে বর্ণনা দিয়ে যান না, সবসময় তার লক্ষ্য থাকে রং ও রসের সমন্বয়ে শিল্প সৃষ্টি করা। তার গদ্য পরিণত, এখনকার অনেক তরুণ লেখকের লেখার মতো কাঁচা গন্ধ তাতে একেবারেই নেই। তার গল্পের চরিত্রেরা আমাদের আশেপাশেরই চেনা-পরিচিত মানুষ। চেনা মানুষের ভেতরে অচেনা এবং অমূল্য রত্নের সন্ধান করেন লেখক। আসলে এই চেনা মানুষের মতো সব গল্পই তো চেনা হয়ে গেছে পাঠকদের, তাই লেখক চেষ্টা করেন একটু নতুনভাবে আর আরেকটু সুন্দরভাবে এই গল্পগুলোকে উপস্থাপন করতে। বর্তমান সময়ে যখন প্রায় নগ্নভাবে প্রভাবিত লেখকদেরকেই কদর করছেন অধিকাংশ অনন্যোপায় পাঠক, তখন হাসান মাহমুদ হকের রচনায় সম্পূর্ণ প্রভাবমুক্ত এবং স্বকীয় একটা স্টাইল দেখতে পাওয়া যাবে একটু চোখ মেলে চাইলেই। লেখকের সৃষ্টির সুন্দরের জগতে পাঠককে আমন্ত্রণ।