মানুষ ভালোবাসার সন্তান। মানুষের জীবন জুড়ে ছড়িয়ে আছে ভালোবাসারই নানাবিধ প্রকাশ। তাই-তো মানুষ ভালোবাসে প্রকৃতিকে, নারী ও নিসর্গকে। ভালোবেসে কেউ কেউ কবিতা লিখেন। তারাই কবি। এ কে শেরামের কবিতায় আমরা এই সরল সত্যের অনুরণন দেখি। তিনি ভালোবাসেন কবিতাকে, ভালোবাসার মানুষদের জন্যে তাই লিখেন ভালোবাসার কবিতা। তিনি বলেন, ‘আমার এখন একটিই পথ,/ একটিই গন্তব্য আমার।/ আমার সমস্ত পথ এখন ভালোবাসার অভিমুখী’। আবার অন্যত্র বলেন, ‘ তবু, ভালোবাসাই আমার প্রাণদ বিশ্বাস,/ তবু, ভালোবাসাই আমার বেঁচে থাকার অনন্ত অনুপ্রেরণা।/ ভালোবাসার কাছে জন্মনতজানু আমি/ আজন্ম বাঁধা পড়ে আছি এক অপরিশোধ্য ঋণে।’ সত্তরতম জন্মদিন উপলক্ষে কবি এ কে শেরাম সত্তরটি কবিতার অর্ঘ্য দিয়ে সাজিয়েছেন ‘ভালোবাসার কাছে জন্মনতজানু আমি’ এই কাব্যগ্রন্থটি। গ্রন্থভুক্ত কবিতাগুলোর অধিকাংশই ভালোবাসার কবিতা, ভালোবাসার মানুষদের জন্য রচিত। এই কবিতাগুলো পাঠে কবির মতোই পাঠকসমাজও নিমেষেই হবেন ভালোবাসার কাছে আমুন্ডু-সমর্পিত।