কখনও ভেবে দেখেছেন কি, বইয়ের পাতায় যে গল্পগুলি পড়ে আপনি হো-হো করে হেসে উঠছেন, চুপি চুপি একটু কেঁদে নিচ্ছেন, মাঝে মাঝে একটু-আধটু ভয় পাচ্ছেন কিংবা হুটহাট মন খারাপ করে বসে আছেন; সেই গল্পগুলি কি শুধুই সাদা পাতায় কালো অক্ষরের কিছু লেখা, নাকি তারচেয়েও বেশি কিছু? দুই মলাটের মধ্যে এই যাত্রায় বন্দী হয়েছে মোট তেরোটি গল্প। নিতান্ত কাল্পনিক হলেও, নানা অনুভূতির এই গল্পরা পাঠককে কিছুক্ষণ হলেও ভাবাবে; গল্পগুলি কি জীবন থেকে নেয়া, নাকি জীবনের সমান্তরাল অন্য কোনও জীবনের গল্প। গল্পের এই ভুবনে হারিয়ে পাঠক নিজেই একসময় বলে উঠবেন, ‘না, এ তো নিছক গল্প নয়!