হৃদয়ের মায়াবী যােগাযােগ প্রতিস্থাপনের মাধ্যম—কবিতা। মানব প্রেমের মুক্ত বিহঙ্গের উন্মুক্তস্বর—কবিতা।। সানন্দা পৃথিবীর সূর্যোদয়ের হরিদ্রাভ আলােয়, আলােকিত কোন দূর চন্দ্রবিন্দুর নির্ভার অবকাশে কবিতায় বুনি ভবিতব্য শব্দ। প্রতীক্ষারত শব্দের অনিকেত জোছনায় কবিতার অবয়বকে আবরণে সুসজ্জিত করি দশদিগন্তে। আর আমার শব্দরা। আঁচল পাতে কবিতার মিছিলে। চিরায়ত প্রত্যাশা আমার, কবিতার বসত হােক পাঠকের হৃদবলয়ে…