দেখবাে না ফিরে আর তােমার উঠোন, আউশের ধানে মাখা সেই সােনা রঙ ডাক ওঠা গাভীটার কাতর ক্রন্দন পিছে ফেলে চলে যাবাে সাজানাে তােরণ। শুনবাে না কভু কোনাে কোকিলার গান । অবহেলা সয়ে আজ বিবাগী হৃদয় চাতকের কাছে চায় তৃষ্ণার জল, মেঘেদের কাছে নাই কোনাে সমাধান! বেদনার নীলে আমি খুঁজে নেবাে সুখ, অনাদৃত থাকুক জীবন, অধর, চিবুক