এমনভাবে পড়ে গেছি যে উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত পাচ্ছি না। বেশ সাবধানতার সাথেই রাস্তা পার হচ্ছিলাম; মনে হল কোনো শত্রুতার বশেই আমার উপর গাড়ি চালিয়ে দেবার চেষ্টা করেছে। একদম অল্পের জন্য বেঁচে গেলাম। প্রবল জোরে ধাক্কা দিয়ে গাড়িটা ছুটে গেলো; আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি সেটাও তোয়াক্কা করেনি।
কপাল খারাপ, আশেপাশে কোনো মানুষ দেখছি না যে আমাকে ধরে একটু রাস্তার কিনারে নিয়ে যাবে অথবা অন্তত উঠে দাঁড়ানোর জন্য সাহায্য করবে। হঠাৎ করে কোথেকে একটা এম্বুলেন্স ছুটে এলো। যেনো কেউ খবর দিয়েছে যে এই জায়গাতে একলোক এক্সিডেন্ট করে রাস্তায় পরে আছে। হাসপাতালের সটাফদের এপ্রোন পরা দুইজন লোক ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে নিলেন। তুলে মাত্র হাতে একটা সিরিঞ্জ পুশ করলেন। এরপর আর কিছু মনে নেই।