এ এমনই এক আখ্যান ইতিপূর্বে কেউ লেখেননি। গল্প বলছেন মরক্কোর পর্যটক আবু ইবনে আল আসাদ। দ্রোহ-বেদনা আর প্রতিরোধের কথাগুলো শুনছেন তরুণ পর্তুগিজ নাবিক ফ্রান্সিস রাফায়েল। দিনলিপিতে তুলে ধরছেন একের পর এক। পূর্বপুরুষের অভিজ্ঞতাও শোনাচ্ছেন মালাক্কাবাসী এই নাবিক। আখ্যান যতোটা ভালো লাগার, এই ভূখণ্ডের জন্যে ততটাই শ্রদ্ধার। লেখকের ভাষাশৈলীর পরিমিতিবোধও অনবদ্ধ। ঔপনিবেশিক মননের বিপরীতে কথাশিল্পী পারভেজ হোসেনের সুবর্ণপুরাণ নিঃসন্দেহে এক মেধাবী কিতাব।