নীহার লিখন আখ্যানের বাইরে বোধের গল্প করতে চেয়েছেন ‘চে ও হীরামন পাখি’ বইটিতে। যেখানে আশ্রয় নিয়েছে ভারাক্রান্তিহীন এক ভাষার। তাঁর গল্পে চরিত্ররা উচ্চকিত নয়; পরিবর্তে ধারণ করে কোনো নির্লিপ্তি, যা আন্দোলিত করে, উস্কে দিতে চায় বোধ। রাজনীতি, ধর্ম, শ্রেণিসংকট থেকে শুরু করে প্রেম, যৌনতা আর পুঁজির পৃথিবীতে এই গল্পগুলোতে খুব সরল এক ছদ্মবেশেই জিজ্ঞাসা আর দৃষ্টি অবারিত রেখেছেন লেখক। নীহার লিখনের গল্পগুলো নিঃসন্দেহে কথাশিল্পে এক অভিনব সংযোজন, যা সচেতন পাঠের দাবিদার।