সুণ স্রোতাগণ মনে না করিহ রোস।
স্বরূপ লিখিতে কিছু না লইবে দৌস
গৌরাঙ্গের সঙ্গে সভে হইলা য়বতার।
তাঁ সভার নাম কিছু করিব বিস্তার
এ সকল কথা হয়ে পরম গম্ভির।
ইহাতে বিস্বাস জার সেই ভক্ত ধির
ইথে য়বিস্বাস জার সেই মুর্খরাজ।
আপনার মুণ্ডে সেই আপনে পাড়ে বাজ
শ্রীরূপ রঘুনাথ পদে জার আস।
শ্রীচৈতর্ন্য স্বরূপ বন্ননা কিছু কহে কৃষ্ণদাস