‘আমাদের কাছে পূর্ব পাকিস্তানের কোনো ম্যাপই ছিল না। যে ম্যাপ ছিল তা ৫০ বছরের পুরোনো। ম্যাপ ছাড়া কীভাবে কী করব, তা বুঝে উঠতে পারছিলাম না। তখন এম এ জলিলসহ অন্যান্য সেক্টর কমান্ডারের কাছে ম্যাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করলাম। তাঁরা দ্রুত সংগ্রহ করলেন। শুধু বগুড়া বা অন্য কোনো একটি এলাকার ম্যাপ পাওয়া গেল না, কিন্তু তাতে অসুবিধা হয়নি। আমরা পুরো যুদ্ধে পাকিস্তান সরকারের তৈরি করা ম্যাপই ব্যবহার করি।’
জেনারেল জ্যাকবের সাক্ষাৎকারগুলোর মাধ্যমে অনেক অজানা তথ্য আমরা জানতে পারব। এ ছাড়া জেনারেল জ্যাকবের বিভিন্ন লেখাতেও উঠে এসেছে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ। মুক্তিযুদ্ধ সম্পর্কে যাঁরা জানতে চান,এ বিষয়ে লেখালেখি করতে চান, তাঁদের জন্য এ বই অবশ্যপাঠ্য।