আশির দশকের মধ্যবর্তী সময়ে অর্থাৎ ১৯৮৫ সালে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে নিজ হাতে নিজস্ব ভাষায় শিরোনামে একটি কবিতা সংকলন প্রকাশিত হয়েছিল। বইটির বৈশিষ্ট্য ছিল ৬১ জন স্বনামখ্যাত বাঙালি কবির ‘নিজ হাতে লেখা কবিতা’। বইটি প্রকাশ করেছিল কলকাতার স্বনামধন্য প্রকাশনা সংস্থা দে’জ পাবলিশিং। লেখকদের প্রতি প্রকাশকের অনুরোধ ছিল, আগে কোথাও প্রকাশিত হয়নি অনেকটা সেরকম কবিতা দিতে হবে। একই সঙ্গে লেখা কাটাছেঁড়া কিংবা লাইন বাঁকা থাকলেও দ্বিতীয়বার লেখা যাবে না। প্রকাশকের এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল কবিদের হাতের লেখার সঙ্গে পাঠকের পরিচয় করিয়ে দেয়া। ‘বাংলা প্রকাশনার ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর কবিতা দিয়েই এর সূচনা হয়েছিল’। এ দাবি প্রকাশকের। ১৯৯৯ সালে ‘ম্যাগনাম ওপাস’ দ্রোহীপ্রেমিক ও স্টাইলিস্ট কবি ত্রিদিব দস্তিদার-এর ‘ভালো বাসতে বাসতে ফতুর করে দেব’ শিরোনামে হাতের লেখা একক কবিতার বই প্রকাশ করেছিল। কারণ, তাঁর হাতের লেখা ছিল আক্ষরিকভাবেই আলংকারিক।