যার অর্থ নেই
তার আল্লাহ আছে পরীক্ষা নিতে
সকাল, দুপুর, সন্ধ্যা রাতে
পরীক্ষা নিতে, পরীক্ষা নিতে।
চোরের হাতে অর্থ গেলে সেতো সাহেব
ঘুষখোর, সুদখোর এরা সমাজের কর্তা,
বলে মোসাহেব, বলে মোসাহেব;
আর উপহাস ভরা তাচ্ছিল্যে সেতো থাকে অর্থহীনে
গতির শিক্ষা শেখায়— জানো, গাধা এসে ঘোড়াটারে।
অর্থহীনে অর্থহীনে….
অর্থহীন মানুষ যে জন সেই যে থাকে মহাসুখে কেউ জানেনা,
কেউ জানেনা, দুঃখ জয়ের গল্পখানা
জানে শুধু অর্থহীনে, জানে শুধু অর্থহীনে।
এগিয়ে চলো পরম সুখে, পরম সুখে।
তারপর একদিন সব মায়া ছেড়ে সেই অর্থহীন মানুষ, সব মানুষের কাছে জেনো
অর্থ হবে, অর্থ হবে, চোখের জলে,
চোখের জলে…
আর ফিরবে না সে কোন উপহাস আর তাচ্ছিল্যে….