বসুমতি, তুমি জান কি?
জীবনের গল্পে আমি বড্ড একাকী
তোমার পথে প্রন্তরে হেঁটে যা শিখেছি
জীবন চলার পথে তা খুবই সামান্য ক্সবকি।
কপোলে আঁকা আলতো চুম্বন
কেবল ছিল প্রতিকী মায়ার বন্ধন
নানান কথায় সফলতার স্বপ্ন দেখায়
ভেঙে চুরে একাকার করেছে আমায়,
নিঃসঙ্গ জীবনে এসেছিল নতুন ঝড়
একরাশ স্বপ্নেরা শব্দ করতো মরমর।
স্বপ্নরাজ হলো না একান্ত আমার
সাহসী স্পর্শ খুঁজেছিলাম নির্ভরতার
স্বপ্ন দেখিয়েই ক্লান্ত হয়ত স্বপ্নরাজ
তাই তো ভিন্ন সাজে সেজেছে আজ।
ভেবেছিল অন্য ভাবনা হয়তনতুবা পারেনি চোখের ভাষা পড়তে
অথবা ব্যর্থ হয়েছিলাম বুঝাতে।
একা বসে ভাবি ব্যর্থতাই জীবন হয়তো
সকলে সফল হবে এমন রীতি নেই তো?