আমার কবিতা এখন আর মানবতার কথা বলে না,
আমার কবিতা এখন কারো হাহাকার চিৎকার শোনে না,
আমার কবিতায় এখন কান্নার রোল পড়ে না,
বাংলা আমার কবিতা, আগের মতো কাঁদে না।
আমার কবিতা এখন উৎসবে মত্ত, আর্তচিৎকার এখন হাস্যকর
আমার কবিতা এখন আর ওদের কথা বলে না
আমার কবিতা মাতলামিতে মত্ত, বিবেকের নেই তাড়না
প্রকৃতি আমার কবিতা, জলস্রোতে ভেসে যায়,
ডুবে গেছে মানুষের ভালোবাসা।
আমার কবিতা এখন নেশায় আসক্ত,
বুঝে না মানবের ভালোবাসা
আমার কবিতা এখন নারী নিয়ে মত্ত,
করে গরিবের অবহেলা সদানিত্য
আমার কবিতা নিজেকে করে বিক্রি, কী লজ্জা!
ওরা না খেয়ে মরে, বিবেক হয় না জাগ্রত।