প্রেম নিয়ে যে মূর্খ করে সমালোচনা
সে নিজেই যে প্রেমের ফসল
এই বোকা কি বোঝে না?
প্রেমহীন যদি না হতো তার পিতা—মাতার বন্ধন
সে আসিত কীভাবে ধরায়
হতোই কি করে ভবে এত মানুষের গুঞ্জন।
এ প্রেম তো ধর্মেও আছে
প্রেম ছিলো গারে—হেরায়
তাই নবী পেলো সাহস মহিয়সী খাদিজার প্রেমে
বিকিরণ হলো ইসলাম ধরায়।
প্রেমের সুর কৃষ্ণাও বাজিয়েছে বীনে
খোদার প্রেমে মজেছিল মরিয়ম
সেও ছিলো একই প্রেমের ধ্যানে।
প্রেমহীন ধরা টিকে রবে না এক প্রহর
প্রেমেই শ্রেষ্ঠ মানব সৃষ্টি
যে জন প্রেম করে না