হায়! রমজান মাষ্টার তোমার পরিনতি কত করুন! কত মর্মান্তিক! তোমার এই অন্তিমকালে তোমার জ্যেষ্ঠপুত্র রয়ে গেল বহুদূর সেই বোদা থানায়। তোমার জ্যেষ্ঠ কন্যা রাজারামপুরে। প্রতিবেশী শ্যালকগন অতি নিকটে থেকে বহুদুরে। আর যে যুবক পুত্রটি তোমার নিকটে সে এক নিধিরাম সর্দার। রমজান মাষ্টার তুমি বড়ই হতভাগ্য গো! তুমি কি অপরাধ করেছিলে যে তোমাকে বিনা চিকিৎসায় তিলে তিলে মরতে হবে? জীবন ভর প্রাইমারী স্কুলে শিক্ষকতা করেছিলে বলে এই কি তোমার প্রাপ্য? সমাজ কি অন্ধ? মানুষ গড়ার এমন একজন দক্ষ কারীগরের করুন পরিনতি কারো চোখে পড়ল না?