অনুভবে মানুষের চাওয়া, অনুভবেই পাওয়া। অনুভবে অনুভবে মনের বিশাল ক্যানভাসে সাজানাে যায় সব উজাড় করে। অনুভবের রঙ ছড়িয়ে ছোঁয়া যায় অনাবিল সুখ আর আনন্দ। কাছ থেকে বা দূর থেকেও নিজেকে প্রকাশ করা যায় ইচ্ছেমতাে। অনুভব ছুঁয়ে ছুঁয়ে আমার ভাবনারা ডানা মেলে সর্বক্ষণ। তাই তাে অনুভবের ছোঁয়া লাগিয়ে কিছুটা ব্যক্ত করতে আমার এ ক্ষুদ্র প্রয়াস…