লাল গহনা ড. মোজাম্মেল হোসেন রতনের একটি উপন্যাস। তিনি একজন চিকিৎসক, শিক্ষক, কথিা সাহিত্যিক ও গবেষক। এ উপন্যাসটি তিনি শুরু করেছেন এভাবে-স্যার, একটা ফুল নেবেন। দাম মাত্র পাঁচ টাকা।
মুখ উঁচু করে তাকিয়ে দেখি শাড়ি পরিহিতা কলি।
বললাম, কিরে কলি, তুই এখানে?
হেসে উঠে মেয়েটি- হি! হি! হি! আপনি ভাবতাছেন ওরা আমারে মাইরা ফালাইছে?
প্রিয়াংকা কোথায়?
ওই যে ওইখানে।
প্রিয়াংকাকে দেখতে পেলাম না।
কলিকে বললাম,
দেখি তোর হাতটা। কলি হাত বাড়াল না। হঠাৎ শরীরটাকে ঘুরিয়ে সামনের দিকে এগিয়ে গেল। পেছন থেকে শারীরিক গঠন দেখে মনে হলো, এ অন্য কোনো মেয়ে ! কলি নয়। তবুও ‘কলি কলি’ বলে কয়েকবার ডাকলাম কিন্তু মেয়েটি ততক্ষণে ভিড়ের মাঝে হারিয়ে গেল।
পুরো উপন্যাসটি পাঠ করতে চাইলে বইটি আজই সংগ্রহ করুন।