একেক জনের কাছে সফলতা একেক রকম । শুধুমাত্র অনেক টাকা পয়সার মালিক হওয়া, নাম কামানো মানেই সফলতা নয়। প্রকৃত অর্থে সফলতা হচ্ছে সন্তুষ্টি এবং মানসিক শান্তি । এটা নির্ভর করে কার মানসিক শান্তি কতটুকুতে বা কিসে তার উপর। একজন উদ্যোক্তার ১ টি প্রতিষ্ঠান থেকে ২০ টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করাটা যেমন সফলতা তেমনি একজন গরিব দিনমজুরের একটা মাথা গোঁজার স্থায়ী জায়গার ব্যবস্থা করাটাও একটা সফলতা । সফলতা টার্গেট আর অর্জনের অনুপাতের উপর নির্ভর করে । তাই সফল মানুষ হতে হলে আমি কি হতে চাই বা করতে চাই তা নিয়ে টার্গেট বা লক্ষ্য থাকতে হয় । স্বপ্ন অনুযায়ী সেই লক্ষ্যে পৌঁছাতে পরিশ্রম করতে হয় । পরিশ্রম বা চেষ্টা ছাড়া কখনো সফল হওয়া যায় না, সেটা একটা ছোট চাকরি হোক আর বিলিয়নিয়ার হওয়া হোক, দু’টোই । দিন শেষে যিনি মানসিক শান্তিতে থাকবে সেই প্রকৃত সফল ব্যক্তি ।