বর্তমানে আমাদের মধ্যে অনেক রকমের বিভেদ তৈরি হয়েছে। এই বিভেদ যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য ও গুরুত্বপূর্ণ অভেদের চর্চা এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করা। অভেদের চর্চা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই —এর বয়ান আমরা সব সময় অন্য অঞ্চল থেকে ভাড়া করে আনার চেষ্টা করি। ভালো চিন্তা গ্রহণ করব এতে দ্বিমত নেই কিন্তু সব সময় অন্যদিকের আশায় বসে থাকা ঠিক নয়। আমাদের অঞ্চলেও অনেক শক্তিশালী বয়ান আছে যার দ্বারা বিভেদকে স্বীকার করে অভেদ চর্চা সম্ভব। আমাদের জানা উচিত আমাদের নাড়ীর বন্ধন কোথায়? আমরা দিনকে দিন সেসব ভুলে যাচ্ছি। আজ তাই উগ্রতা, অসহিষ্ণুতা আমাদের বেঁধে ফেলেছে। এই পরিস্থিতির পরিবর্তন দরকার। আজকে ভয়াবহ বিষয় এটাই যে, আমরা দার্শনিক তর্ক করতে বা সাধারণ প্রশ্ন তুলতে ভুলে গেছি। আমাদের ক্ষেত্রে এটা হওয়া কি উচিত? আমাদের ঐতিহ্য হল ভাবের, দর্শনের, প্রশ্নের যা আজ ধূসর অতীত। এইসব ব্যাপারে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হওয়া দরকার। ‘পরম, ভাব ও আলাপ’ -র উদ্ভব এই কারনেই।